Biography
Writer Introduction: Towfiq Sultan
Sir Towfiq Sultan is a distinguished Writer, teacher, researcher, and social worker—but to me, he is much more than that. Once upon a time, he was my student, taking private lessons from me. Today, he serves as a Lecturer at my college, Brave Jubilant Scholars of Monohardi Model College (BJSM Model College).
I have closely witnessed his journey—from being a bright, polite, and self-respecting student to becoming today’s thoughtful writer, social thinker, and beloved teacher. This transformation has been a very special experience for me.
Born on 4th February 1999 in Barishab village, Kapasia Upazila, Gazipur District, Towfiq Sultan Sir is now a guiding light in the fields of education, literature, and social welfare. He is the worthy son of Abdul Karim and Fatema Begum.
At present, he is serving as the Managing Director of Bhawal Islamic Cadet Academy and the Chief Executive Officer (CEO) of Welftion Human Welfare Association (WHWA), where he plays a strong role in social development. Alongside these responsibilities, he also serves as the Presidential Member of BICA English Language Club & Study Centre.
His writings reflect a unique blend of knowledge, dignity, humanity, and Islamic values. He regularly contributes to national newspapers and online platforms.
To me, Towfiq Sir is not just a colleague—he is like my younger brother and one of the brightest achievements of my teaching career.
I say with pride— “Towfiq Sultan is that student who carried light in his heart, and today he is illuminating society.”
And his own belief remains— “A pen can awaken a nation, and a thought can illuminate a generation.”
Written by:
Manjil Molla
Founder & Principal, BJSM Model College
B.A. (Honors), M.A. (English); B.Ed., M.A., M.Ed. in TESL (University of Dhaka)
লেখক পরিচিতি: তৌফিক সুলতান
স্যার তৌফিক সুলতান একজন নিবেদিতপ্রাণ লেখক, শিক্ষক, গবেষক ও সমাজসেবক—কিন্তু আমার কাছে তিনি তার চেয়েও অনেক বেশি। একসময় তিনি ছিলেন আমার ছাত্র, প্রাইভেট পড়তেন আমার কাছেই। আজ তিনি আমার কলেজ ব্রেভ জুবিল্যান্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ (বি.জে.এস.এম মডেল কলেজ)-এর প্রভাষক হিসেবে কাজ করছেন।
তাঁর এই যাত্রাপথ আমি খুব কাছ থেকে দেখেছি—একজন মেধাবী, ভদ্র, আত্মমর্যাদাবান ছাত্র থেকে শুরু করে আজকের সমাজচিন্তক লেখক ও প্রিয় শিক্ষক হয়ে ওঠার গল্পটা আমার জন্য এক বিশেষ অভিজ্ঞতা।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামে ৪ ফেব্রুয়ারী ১৯৯৯ সালে জন্ম নেওয়া তৌফিক সুলতান স্যার বর্তমানে শিক্ষাক্ষেত্র, সাহিত্য ও সমাজকল্যাণে এক আলোকবর্তিকা। তিনি আব্দুল করিম ও ফাতেমা বেগমের সুযোগ্য সন্তান।
বর্তমানে তিনি ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সমাজ উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি, বিকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এন্ড স্টাডি সেন্টার এর প্রেসিডেন্সিয়াল সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর লেখালেখিতে রয়েছে জ্ঞানের গভীরতা, আত্মমর্যাদাবোধ, মানবিকতা এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়। তিনি নিয়মিত জাতীয় পত্রপত্রিকা ও অনলাইন মাধ্যমে লিখে থাকেন।
তৌফিক স্যার শুধু আমার সহকর্মী নন—তিনি আমার ছোট ভাইয়ের মতো, আমার শিক্ষাজীবনের এক উজ্জ্বল প্রাপ্তি।
আমি গর্বের সঙ্গে বলি—
“তৌফিক সুলতান সেই শিক্ষার্থী, যিনি হৃদয়ে আলো বহন করেছিলেন বলেই আজ সমাজকে আলোকিত করছেন।”
আর তার নিজের বিশ্বাস—
"একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে।"
- প্রফেসর মঞ্জিল মোল্লা
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, বি.জে.এস.এম মডেল কলেজ
এম.ফিল গবেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বি.এ (সম্মান), এম.এ (ইংরেজি); এম.এ, এম.এড (ইংরেজি)
(ঢাকা বিশ্ববিদ্যালয়)
Summary
বর্তমান সময়ে বেশ আলোচিত নাম লেখক, শিক্ষক, গবেষক তৌফিক সুলতান স্যার। তিনি কবিতা, ছড়া লেখার পাশাপাশি দৈনিক পত্রিকা কালবেলা, ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠ, কালেরকণ্ঠ, নয়াদিগন্ত, ভোরের কাগজ, যুগান্তর, যায়যায়দিন, প্রথম আলো, দেশ রূপান্তর, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম, আলোকিত বাংলাদেশ, টেলিভিশন চ্যানেল সময় টিভি, বাংলাভিশন , সংবাদ, সংগ্রাম, ইনকিলাব, লাখো কণ্ঠ, বাংলাদেশ বুলেটিনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রপত্রিকায়,মতামত,নিবন্ধন, পরীক্ষার প্রস্তুতি, অনুশীলন, ফিচার এবং কলাম লিখে থাকেন।
তৌফিক সুলতান স্যারের লেখনী ও চিন্তাধারা সমাজ ও শিক্ষাব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করেছে। তার সাহিত্যিক এবং গবেষণামূলক কাজ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক, যা তাদের চিন্তা ও অধ্যয়নকে আরও গভীর এবং বিস্তৃত করে তোলে।
তৌফিক সুলতান স্যারের লেখা খুঁজে পাওয়ার জন্য গুগল সার্চে এগুলো ব্যবহার করুন: “ লেখক তৌফিক সুলতান স্যার” তৌফিক সুলতান স্যার,”Towfiq Sultan Sir.” “লেখক তৌফিক স্যার এর লেখা” “Writer Towfiq Sir”আল তৌফিকী, Al Towfiqi, তৌফিক স্যার,Towfiq Sir.
গুগলে সার্চ করে তাঁর লেখা পড়ুন এবং আপনার চিন্তাধারা বিস্তৃত করুন!
"World of Knowledge – জ্ঞানের জগৎ" বইটি তৌফিক সুলতান স্যারের এই অসামান্য চিন্তাধারা ও লেখনীর একটি পরিচয়, যা জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
— ডাঃ নাসির কবির - প্রকাশক, লেখক, গবেষক
গাজীপুরের সন্তান স্যার তৌফিক সুলতান এর বই ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ বইটির প্রথম কপি নিলামে তুলেছেন ওয়েলফশন নামক নিলাম প্রতিষ্ঠান
নিলামে তুলেছেন ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ (জ্ঞান কোষ) বইটির প্রথম কপি ওয়েলফশন নামক নিলাম সংস্থা
বহুল প্রতীক্ষিত গ্রন্থ ‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে। তরুণ লেখক, শিক্ষক ও গবেষক তৌফিক সুলতান স্যারের এই বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী। বইটির প্রথম সংস্করণের একটি সংগ্রহযোগ্য কপি নিলামে তুলেছে ওয়েলফশন মানবকল্যাণ সংস্থা।
প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম জানান, বইটি প্রকাশনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা পাঠকদের হাতে পৌঁছে যাবে। উচ্চমানের কাগজ, আকর্ষণীয় রঙিন কভার ও টেকসই হার্ডবোর্ড বাঁধাইয়ে বইটি প্রকাশ করা হবে।
নিলামের মাধ্যমে সামাজিক উন্নয়ন
বইটির প্রথম সংস্করণের একটিবিশেষ কপি নিলামে তোলা হয়েছে। নিলাম প্রতিষ্ঠান ‘ওয়েলফশন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ পাঠাগারের বই সংগ্রহ বৃদ্ধি ও বিভিন্ন মানবসেবামূলক কাজে ব্যয় করা হবে। আগ্রহীরা নিলামঘরে উপস্থিত থেকে বা ফোন ও অনলাইনের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবেন। নিলামে অংশগ্রহণের শেষ তারিখ ২৫ নবেম্বর, ২০২৫।
যোগাযোগ ও লিংক
নিলাম সংক্রান্ত বিস্তারিত জানতেযোগাযোগ:
✆ +8801301483833 (Only WhatsApp Message) অথবা ই-মেইল: welftion.help@gmail.com
নিলামে অংশগ্রহণের লিংক:
লিংক ১ :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeqnZlaGl27LrliUP-WISMD14RPCcfu51htxX6g3A7cZN6n-A/viewform?usp=header
লিংক ২ : https://d-a-news-p.blogspot.com/2025/10/world-of-knowledge.html?m=1
লিংক ৩ :
https://d-a-news-p.blogspot.com/2025/10/world-of-knowledge.html?m=1
লিংক ৪ : https://forms.gle/ocUZapaBTpb43fQi9
প্রি-অর্ডারে বিশেষ মূল্য
বইটির প্রি-অর্ডার চলছেঅনলাইন বইয়ের দোকান বিডিবুকস-ডট-নেট-এ। ৩০০ টাকার বইটি প্রি-অর্ডার করা যাচ্ছে মাত্র ২৫৮ টাকায়। (যা রকমারীতে ২৪০ টাকায়) সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা এবং ১৪৯৯ টাকার বেশি অর্ডারে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি।
প্রি-অর্ডার লিংক:
· বিডিবুকস: https://www.bdbooks.net/author-single/12427
· রকমারি: https://www.rokomari.com/book/author/101413/taufiq-sultan
জ্ঞানচর্চার একটি মহৎ উদ্যোগ
বইটিসম্পর্কে লেখক তৌফিক সুলতান স্যার বলেন, "জ্ঞানচর্চা ও মননশীলতাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই বইয়ের রচনা। আমি আশাবাদী, বইটি পাঠকদের মধ্যে নতুন চিন্তার উন্মেষ ঘটাবে। একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে।"
বইয়ের বিষয়বস্তু
১১২ পৃষ্ঠার এই বইটিতেপ্রাচীন সভ্যতার দীপ্তিমান অভিজ্ঞতা, নবীদের জীবনাদর্শ ও দর্শন, আধুনিক বিজ্ঞানের যুগান্তকারী অগ্রগতি, মনোবিজ্ঞানের গভীর উপলব্ধি এবং মানবজীবনের নিত্যনৈমিত্তিক শিক্ষণীয় দিকগুলো সন্নিবেশিত হয়েছে। এটি শিক্ষার্থী, গবেষক, শিক্ষক থেকে শুরু করে সাধারণ প্রতিটি পাঠকের জন্যই সমানভাবে উপযোগী ও অনুপ্রেরণাদায়ক হবে বলে প্রকাশক আশাবাদ ব্যক্ত করেন।