পিআইবি ই-লার্নিং
বাংলা ভাষায় সাংবাদিকতা
শেখার প্ল্যাটফরম

ঘরে বসে সাংবাদিকতা শিখুন। এগিয়ে যান নতুন পৃথিবীর পানে।

অনলাইনে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ

সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে আমাদের এ প্রচেষ্টা। দেশ ও দেশের গণমাধ্যমকর্মী ও সাংবাদিকতার শিক্ষার্থীরা অনলাইন কোর্সগুলো করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে, এই প্রত্যাশা।

পিআইবি ই-লার্নিং সম্পর্কে

অনলাইনের মাধ্যমে সাংবাদিকদের প্রশিক্ষণ সেবা পৌঁছে দেওয়ার জন্য ২০১৭ সালে সরকারের এটুআই প্রোগ্রামের সঙ্গে যাত্রা শুরু করে পিআইবি’র সাংবাদিকতা বিষয়ে ই-লার্নিং প্লাটফরম।

বর্তমানে সাংবাদিকতা বিষয়ক ৯টি কোর্স চালু আছে। এগুলো হচ্ছে- বেসিক সাংবাদিকতা, টেলিভিশন সাংবাদিকতা, উন্নয়ন সাংবাদিকতা ,অনুসন্ধানী সাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা, টেলিভিশন সংবাদ উপস্থাপনা, অনলাইন গণমাধ্যম ব্যবস্থাপনা, প্রেস রিলিজ রাইটিং ও সাংবাদিকতায় ফ্যাক্ট চেক শীর্ষক কোর্স ।

পিআইবি সর্বাত্মকভাবে সারা দেশের গণমাধ্যমকর্মীদের জন্য সাংবাদিকতাবিষয়ক নানা প্রশিক্ষণ আয়োজন করে আসছে। সেই আয়োজনের অংশ হিসেবেই অনলাইনে প্রশিক্ষণ সেবা সরবরাহের এই উদ্যোগ। এই উদ্যোগের ফলে কম সময়ে, কম খরচে আমরা যেমন একসঙ্গে অনেক সাংবাদিককে যুক্ত করতে পারছি, তেমনই যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে আমাদের গণমাধ্যম শিল্পকে সমৃদ্ধ করে চলছেন, তাদের পেশাগত মান বাড়াতে কাজ করে যাচ্ছি।

কোর্স শেষে সনদ প্রাপ্তির সুযোগ

সফলভাবে কোর্স সমাপ্তির পর পিআইবির সনদ প্রাপ্তির সুযোগ রয়েছে।

স্বল্প খরচে প্রশিক্ষণ সুবিধা

অল্প খরচে প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ করে দিয়েছে পিআইবি।

ঘরে বসে যখন-তখন

ঘরে বসে আপনার সুবিধাজনক সময়ে কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন।

সাপোর্ট টিম

প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো সেবা, সহযোগিতায় আছে পিআইবি সাপোর্ট টিম।

পিআইবি ই-লার্নিং পরিবারে যুক্ত হোন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-্এর ই-লার্নিং শিক্ষা কার্যক্রমের ফেসবুক গ্রুপে যুক্ত হোন।

Ask ChatGPT
Set ChatGPT API key
Find your Secret API key in your ChatGPT User settings and paste it here to connect ChatGPT with your Tutor LMS website.